কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা । ৭৪ হাজার ৫৭৭ জন ভর্তিচ্ছুর মধ্যে ৪ শিফটে মোট ৬১ হাজার ২৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উপস্থিতির হার ৮২ দশমিক ১২ শতাংশ।
মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিমা আখতার এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিন সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত প্রথম শিফট, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফট, দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত তৃতীয় শিফট ও বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮২ শতাংশের বেশি। এদিন প্রথম শিফটের পরীক্ষা সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। যেখানে বিজ্ঞান ও অ-বিজ্ঞান মোট ১৫ হাজার ২৯৩ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন, দ্বিতীয় শিফটে ১১টা থেকে ১২টা পর্যন্ত ১৫ হাজার ২৭০, তৃতীয় শিফটে দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত ১৫ হাজার ৩০১ জন ও শেষ শিফটে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ১৫ হাজার ৩৭৬ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। এই হিসাবে প্রায় ১৮ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এদিকে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শিফট অনুযায়ী উপস্থিতির হার যথাক্রমে প্রথম শিফটে ৮২ দশমিক ০৩, দ্বিতীয় শিফটে ৮১ দশমিক ৯০, তৃতীয় শিফটে ৮২ দশমিক ০৭ ও চতুর্থ শিফটে ৮২ দশমিক ৪৭ শতাংশ। সেই হিসাবে ৪ শিফটে গড় উপস্থিতির হার ৮২ শতাংশের বেশি।
উল্লেখ্য, আগামীকাল বুধবার এ ইউনিটের পরিক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আগামী বৃহস্পতিবার বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিট দুটিতে যথাক্রমে ৭৪ হাজার ৭৮৫ ও ৩৪ হাজার ৫৪১ জন ভর্তিচ্ছু অংশগ্রহণের কথা রয়েছে।