অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়ে জাতীয় নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৮, ২০২২, ১০:৩২ পিএম

অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়ে  জাতীয় নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী

দুর্যোগকালীণ পরিস্থিতিতে অনলাইন-অফলাইনে যাতে শিক্ষার্থীরা পড়াশোনার কাজ চালিয়ে যেতে পারে, তার জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শুক্রবার দুপুরে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে আইসিইউয়ের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “শুধু করোনা পরিস্থিতি কিংবা অন্য যেকোনো প্রকার অতিমারি নয়, সাধারণ সময়েও যাতে অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতে শিক্ষার্থীদের পড়াশুনা চালিয়ে নেয়া যায় সেজন্য সারাদেশে ব্লেন্ডেড এডুকেশন ন্যাশনাল পলিসি চালু করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “চলতি মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর হাতে নীতিমালাটি তুলে দেয়া হবে। এ বিষয়ে একটি টাস্কফোর্স কাজ করছে “

করোনা মোকাবিলায় সবাইকে মাস্ক পরার আহবান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা য‌দি স্বাস্থ্যবিধি মে‌নে চ‌লি, দেশে ফের করোনার সংক্রমণ ছড়িয়ে পড়বে এমন দুশ্চিন্তার কোনো কারণ নেই। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান অব্যাহতভাবে চালু থাকবে। আমাদের শিক্ষার্থীরা ভালোভাবে ক্লাস করতে পারবে।”

দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের পূর্ণ প্রচেষ্টা আছে জানিয়ে আওয়ামী লীগের এই যুগ্মসাধারণ সম্পাদক আরও বলেন, “তারপরও বিশ্ববাজারে কোথাও কোথাও কিছু অসাধু লোকের অপচেষ্টা রয়েছে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য। তবে আমরা মনে করি, সব পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে।”

এসময় অন্যদের মধ্যে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু উপস্থিত ছিলেন।

Link copied!