জবিতে অঞ্চলভিত্তিক সংগঠনের সভা-সমাবেশ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১, ২০২২, ০৮:০৯ পিএম

জবিতে অঞ্চলভিত্তিক সংগঠনের সভা-সমাবেশ বন্ধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বিভিন্ন জেলা, উপজেলার সংগঠনের সভা, সমাবেশ ও জমায়েতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। মঙ্গলবার রেজিস্ট্রার দপ্তর সূত্রে এতথ্য জানা য়ায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো জেলা, উপজেলা বা অঞ্চলভিত্তিক কোনো সংগঠন বা সমিতির সভা, সমাবেশ ও জমায়েত ক্যাম্পাসের অভ্যন্তরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে। এবিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

এবিষয়ে প্রক্টর ড. মোস্তফা কামাল গণমাধ্যমে বলেন, “এর আগেও ক্যাম্পাসে অঞ্চলভিত্তিক সংগঠনগুলোর বিভিন্ন ঝামেলা হয়েছিল, তাই আপাতত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে, এখন ক্যাম্পাসের বাইরে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।’ এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভিসির সঙ্গে কথা বলে পরে জানাবেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৮ এপ্রিল একই নিষেধাজ্ঞা জারি করা হয়। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারও সভা সমাবেশ বন্ধের নির্দেশনা হলো।

Link copied!