ডিসেম্বর ৪, ২০২১, ০৯:৫৩ পিএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. সেলিম আহমেদের মৃত্যুতে যদি কোনো অস্বাভাবিকতা পাওয়া যায় তাহলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি একথা জানান ।
পড়ুন: কুয়েটে শিক্ষক হত্যা: বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
ওবায়দুল কাদের বলেন, “তার মৃত্যু অস্বাভাবিক কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অস্বাভাবিক হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:শিক্ষকের মৃত্যু: কুয়েট ছাত্রলীগের সা. সম্পাদকসহ ৯ শিক্ষার্থী বহিষ্কার
গত ৩০ নভেম্বর বিকেলের দিকে কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সেলিমের মৃত্যু হয়। এরপরই অভিযোগ ওঠে, কিছু ছাত্রের লাঞ্ছনা ও অপদস্থের শিকার হয়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন তিনি।