ধারণক্ষমতা অনুযায়ী যেন শিক্ষার্থী ভর্তি করানো হয়: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৯, ২০২২, ০১:০৯ এএম

ধারণক্ষমতা অনুযায়ী যেন শিক্ষার্থী ভর্তি করানো হয়: শিক্ষামন্ত্রী

আবাসন, খাবার, ক্লাসরুম সংকটসহ বিভিন্ন বিষয় মাথায় রেখে বিশ্ববিদ্যালয়গুলোতে ধারণক্ষমতা অনুযায়ি শিক্ষার্থী ভর্তির আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পাশপাশি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একাডেমিক মাস্টারপ্ল্যান থাকতে হবে বলেও তিনি জানান।

সোমবার সকাল ১০ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘বঙ্গবন্ধু: বাংলাদেশ জাতিরাষ্ট্র সৃষ্টির মহানায়ক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই আলোচনা সভার আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, “ধারণক্ষমতা অনুযায়ী যেন শিক্ষার্থী ভর্তি করানো হয়, ধারণক্ষমতার অতিরিক্ত ভর্তি করিয়ে আবাসন, খাবার, ক্লাসরুম সংকট যেন না হয়, এসব নিয়ে ভাবতে হবে। আমরা শুধু সংখ্যার দিকে তাকাবো না, আমাদের ভারসাম্যতার দিকেও দৃষ্টি দিতে হবে।”

দীপু মনি বলেন, শুধু ছাত্র ভর্তি নয়, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একাডেমিক মাস্টারপ্ল্যান থাকতে হবে।বিশ্ববিদ্যালয়কে জানতে হবে আগামীতে নিজেকে কোন বিশেষ অবস্থানে দেখতে চায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

Link copied!