নিয়মিত রুটিনে ক্লাস চলার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১২, ২০২২, ০৭:১৫ পিএম

নিয়মিত রুটিনে ক্লাস চলার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

আসছে ১৫ মার্চ থেকে সারাদেশের প্রতিষ্ঠানগুলোর শিক্ষাকার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওইদিন থেকে সব স্তরে ক্লাসের সংখ্যা স্বাভাবিক নিয়মে নির্ধারিত হবে বলেও তিনি জানান।

শনিবার সকালে রাজধানীর ওয়ারিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের একটি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি শ্রেণিতেই সপ্তাহে ছয়দিন নিয়মিত রুটিনে ক্লাস চলবে।

শিক্ষামন্ত্রী বলেন, “করোনা পরিস্থিতির কারণে এতদিন ক্লাস শুরু করা যায়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে। এ অবস্থায় ১৫ মার্চ থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক নিয়মে ক্লাস শুরু করা হবে।”

শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হবে জানিয়ে দীপু মনি আরও বলেন, “একইসঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বলে দেওয়া হবে।”

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “মাধ্যমিকে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পাঠদান হবে এবং এ সিলেবাসের আলোকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে।”

 

শিক্ষার্থীরা কোনও চাপে থাকুক চাইনা উল্লেখ করে দীপু মনি আরও বলেন, “তাদের পাঠ মনোযোগের সাথে হওয়া ও আনন্দদায়ক হওয়ার জন্য আমরা কাজ করছি। নতুন কারিকুলামের আলোকে পড়তে পারলে শিক্ষার্থীদের কোচিংয়ে যাওয়া লাগবে না।”

প্রসঙ্গত, করোনা মহামারি শুরুর পর থেকে প্রায় দেড় বছর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। সংক্রমনের দাপট কমে আসেলে প্রতিষ্ঠান খুললেও আগের মতো স্বাভাবিক রুটিন কার্যকর ছিল না। কিছু কিছু ক্লাসে সপ্তাহে একদিন ক্লাস হয়েছে বা একদিন পর পর ক্লস হয়েছে।

এর আগে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির ফলে গত ২১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরে কারিগরি কমিটির পরামর্শ নিয়ে গত ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ খোলার অনুমতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। ২ মার্চ থেকে সশরীরে ক্লাস শুরু হয় প্রাথমিক বিদ্যালয়েও।

Link copied!