শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা প্রভাব পড়বে না, জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৩, ২০২২, ১০:৩৯ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা প্রভাব পড়বে না, জানালেন শিক্ষামন্ত্রী

দেশের বেশিরভাগ মানুষ ও প্রায় সব শিক্ষার্থীকে আমরা টিকার আওতায় নিয়ে আসায় শিক্ষাপ্রতিষ্ঠানে করোনাভাইরাসের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন  শিক্ষামন্ত্রী দীপু মনি। করোনা টিকাগ্রহণের সাফল্যে বিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে বলেও তিনি জানান।

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ উপলক্ষে বৃহস্পতিবার চাঁদপুরে জেলা শহরে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এখন ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদেরও টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে জানিয়ে দীপু মনি আরও বলেন, “ মাঝে মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা একটু বাড়লেও আমরা আশা করছি শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না। কারণ তারা এরই মধ্যে টিকা নিয়েছে এবং তারা সুরক্ষিত থাকবে বলে আমরা আশা করি।”

মতবিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে নৌ-পুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ উপস্থিত ছিলেন।

Link copied!