সৌদি আরবে আওয়ামী পরিবারের সাত সংগঠনের পক্ষ থেকে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিয়াদ আওয়ামী পরিষদের (আওয়ামী লীগ) সভাপতি এম. আর. মাহবুবের সভাপতিত্বে শনিবার (২৫ জুন) রিয়াদের স্থানীয় কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদ্যাপন কমিটির সদস্যসচিব ফারুক হোসেন, রিয়াদ আওয়ামী পরিষদ সদস্য আলাউদ্দিন খান, রিয়াদ আওয়ামী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, রিয়াদ যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূইয়া ইলিয়াস, রিয়াদ আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামাল পাটোয়ারী, রিয়াদ আওয়ামী পরিষদের শিক্ষাবিষয়ক সম্পাদক রফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।
এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন সফল হয়েছে। আগামীতেও এ নেতৃত্বের ধারাবাহিকতা থাকলে দেশের সব মেগা প্রজেক্ট বাস্তবায়ন সফল হবে। এছাড়া পদ্মা সেতু নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশের কোটি প্রাণে। মানুষ এখন বিশ্বাস করছে, বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই; এগিয়ে যাচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে রিয়াদের শিল্পীরা পদ্মা সেতু নিয়ে গান পরিবেশন করেন।