ঢাকার চারপাশেই রয়েছে দিগন্তজোড়া কাশবন, জেনে নিন কোথায় কোথায়

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৮, ২০২৩, ১১:৩৪ পিএম

ঢাকার চারপাশেই রয়েছে দিগন্তজোড়া কাশবন, জেনে নিন কোথায় কোথায়

শরতে পরিবার-পরিজন নিয়ে অনেকেই এখন ছুটছেন এসব কাশবনে।

শরৎ এলেই সাদা কাশফুলে ছেয়ে যায় গ্রামবাংলার প্রান্তর। তবে এই কাশফুল দেখতে নগরবাসীকে দূরে যেতে হয় না। ঢাকার চারপাশেই এখন কাশফুলের সমারোহ।

এ সময়ে তরুণেরা তাই দলে দলে ছুটছেন রাজধানীর দিয়াবাড়ি, আফতাবনগর কিংবা বেড়িবাঁধের মতো জায়গাগুলোতে। ইট-কাঠ-পাথরের সঙ্গে যুদ্ধ করে এখনো যেখানে কিছু কাশবন বেঁচে আছে।

যেসব জায়গায় দেখা মিলবে কাশবনের

ঢাকার থেকে ঘুরতে যাওয়ার একটি পরিচিত জায়গা তিন’শ ফিট। এখানেই মিলবে কাশফুলের দেখা। রাস্তার দুই পাশেই রয়েছে শ্বেতশুভ্র কাশবন। কুড়িল বিশ্ব রোড থেকে এখানে যেতে বেশ কয়েকটি গাড়ি মিলবে। আর ব্যক্তিগত গাড়ি থাকলে তো কথাই নেই। বৃষ্টি একটু কমলেই ঢুঁ দিয়ে আসতে পারেন কাশফুলের এই আস্তানায়। আর যদি আপনি মিরপুর এলাকায় থাকেন, তবে উত্তম জায়গা হবে দিয়াবাড়ি। মেট্রোরেলে করে সোজা পৌঁছে যাবে এখানে। এছাড়াও অনেক বাস সাভিসও আছে। তবে এক ঢিলে দুই পাখি মারার সুযোগটাই বা হাতছাড়া করবেন কেন। দিয়াবাড়ির নদীর ধার দিয়েই রয়েছে কাশবন। তাছাড়া পরিবার নিয়ে গেলে দারুণ একটা সময় কাটাতে পারেন। বিশাল ফাকা জায়গা থাকায় শিশুরাও নিজেদের মতো করে ছোটাছুটি বা খেলাধুলা করতে পারবে। এখানে মিলবে অনেক ফুডকার্ট। তাই খেতে পারবেন পছন্দ মত খাবার।

যারা রামপুরা বা খিলগাঁও থাকের তাদের জন্য খুব কাছের কাশবন আফতাবনগর। ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে জহিরুল ইসলাম সিটির ভেতরে ঢুকলেই দেখা মিলবে এই কাশবনের। শরতের কোন এক সময় চলে যেতে পারেন আফতাবনগর। এই এলাকায় ঢোকার গেটেই পেয়ে যাবেন রিকশা বা অটো। আর যারা ধানমন্ডি বা মোহাম্মদপুর থাকেন তারা যেতে পারেন বেড়িবাঁধের কাশফুল রাজ্যে।

শরতে পরিবার-পরিজন নিয়ে অনেকেই এখন ছুটছেন এসব কাশবনে। বিকেল ঘনাতেই জমজমাট হয়ে উঠছে ফাঁকা এলাকাগুলো। লোকসমাগমের কারণে এসব এলাকায় বেশ কিছু হালকা খাবারের দোকানও গড়ে উঠেছে।

Link copied!