ঝুম বৃষ্টিতেই ঈদের আনন্দ খুঁজে নিতে লালবাগ কেল্লায় রাজধানীবাসী

মাহাবুব আলম শ্রাবণ

জুলাই ২, ২০২৩, ০২:৪০ এএম

ঝুম বৃষ্টিতেই ঈদের আনন্দ খুঁজে নিতে লালবাগ কেল্লায় রাজধানীবাসী

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

মোগল সাম্রাজ্যের, ঐতিহ্য, ইতিহাস ধারক স্থাপত্যের অন্যতম রাজধানী পুরান ঢাকার লালবাগ কেল্লা।

রাজধানীর বিনোদনপ্রেমী মানুষদের পছন্দের তালিকায় প্রথম সারিতে থাকা ঐতিহাসিক এ নিদর্শনটি দেশ-বিদেশের পর্যটকদের কাছেও বেশ আকর্ষণীয় স্থাপনা।

কালের সাক্ষী হয়ে থাকা এ দুর্গটির নির্মাণশৈলী ও কারুকার্য শোভিত করে এখানে আসা দর্শনার্থীদের।

ঈদে ছুটি থাকলেও বৈরী আবহাওয়া ও প্রতিকূল পরিবেশ অনেকটাই ঘরমুখো করে রেখেছিল বিনোদন প্রেমীদের।

সকাল থেকে আবহাওয়া কিছুটা অনুকূলে থাকার ফলে দর্শনার্থীরা ভিড় জমান লালবাগ কেল্লায় বিকেলে মেঘাচ্ছন্ন আকাশ তারপর ঝুম বৃষ্টি কিছুতেই যেন আটকাতে পারেনি লালবাগে ঘুরতে আসা দর্শনার্থীদের।

বন্ধুদের নিয়ে ঘুরতে আসা রাকিব হোসেন দ্যা রিপোর্ট ডট লাইভকে জানান, খুব এনজয় করছি, গত দুদিন ঈদের ছুটিটা কাজে লাগাতে পারিনি তাই আজ বেরিয়ে পড়া।

পরিবার নিয়ে ঘুরতে আসা রোজিনা বেগম জানান, লালবাগে ঘুরতে এসে খুবই ভালো লাগছে, বৃষ্টি হোক কোন সমস্যা নেই ভিজব, এটাই তো আনন্দ।

এই ঈদ আনন্দে বিন্দুমাত্র ভাটা পড়েনি লালবাগে ঘুরতে আসা দর্শনার্থীদের বিচরণ, বৃষ্টিতে ভিজেই তারা উপভোগ করেছেন প্রতিটি মুহুর্ত।

Link copied!