যশোরে ৩ জনের দেহে ওমিক্রনের নতুন উপধরন শনাক্ত

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২২, ০৩:৫২ পিএম

যশোরে ৩ জনের দেহে ওমিক্রনের নতুন উপধরন শনাক্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে তিন বাংলাদেশির শরীরে করোনাভাইরাসের ওমিক্রন ধরনের নতুন সাব–ভ্যারিয়েন্ট বা উপধরন শনাক্ত হয়েছে। যবিপ্রবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত রবিবার জিনোম সেন্টারের একদল গবেষক জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে করোনার নতুন উপধরনটি শনাক্ত করেন। উপধরনটির নাম বিএ.২.৭৫।

যবিপ্রবির গবেষক দলটি জানায়, আক্রান্ত তিনজন ব্যক্তিই পুরুষ। যাঁদের একজনের বয়স ৫৫ এবং বাকি দুজনের বয়স ৮৫ বছর। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন এবং অন্যরা বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত ব্যক্তিদের শরীরে জ্বর, গলাব্যথা, সর্দি-কাশিসহ বিভিন্ন মৃদু উপসর্গ রয়েছে।

গবেষক দলটি আরও জানায়, বিএ.২.৭৫ উপধরনের স্পাইক প্রোটিনে ওমিক্রনের বিএ২ ধরনের মতোই মিউটেশন দেখা যায়। উপধরনটি জুলাইয়ে ভারতে প্রথম শনাক্ত হয়েছে। এ ছাড়া গত আগস্টে উপধরনটি বিশ্বের বিভিন্ন দেশে শনাক্ত হয়। টিকা নেওয়া ব্যক্তিরাও এর মাধ্যমে আক্রান্ত হচ্ছেন।

Link copied!