ভিটামিন-এ ক্যাম্পেইনের দ্বিতীয় দফায় আগামী রবিবার (১৮ জুন) সারাদেশের ছয় থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ২০ লাখ শিশুকে ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।
রাজধানীর বনানীর শেরাটন হোটেলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২৪ লাখের বেশি শিশুকে একটি করে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ কোটি ৯৬ লাখ শিশুকে একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই ক্যাম্পেইনে ২ কোটি ২০ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা করা হয়েছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মাধ্যমে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।’
তিনি বলেন, ‘আগামী চার দিন প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তাই অভিভাবকদের প্রতি আহ্বান, আপনারা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবেন।’
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ।