চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৫৫০

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৯, ২০২৩, ০১:৪৬ এএম

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৫৫০

সংগৃহীত ফাইল ছবি

দেশে কোনোভোবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু পরিস্থিতি। রাজধানীসহ সারাদেশে ছড়িয়ে পড়া এই জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ‍উপচেপড়া ভিড়। হাসপাতালগুলোর আসন খালি নেই। ফ্লোর ও করিডরেও ডেঙ্গু রোগীদের ভিড়।

সোমবার (২৮ আগস্ট) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে ৫৫৬ জন মারা গেছেন।

সোমবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

সংয়বাদি বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২ হাজার ৩৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৮৪২ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ২১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯১৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৮৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৫ হাজার ৩২৭ জন এবং ঢাকার বাইরে ৬১ হাজার ৫১৫ জন। চিকিৎসা নিয়েছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Link copied!