ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ২৬১৭

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৫, ২০২৩, ১০:২১ পিএম

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ২৬১৭

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৫ জনে। 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬১৭ জন নতুন রোগী। তাঁদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৩৩ জন ও ঢাকার বাইরের ১ হাজার ৯৮৪ জন।

এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়ালো ২ লাখ ১৬ হাজার ৮৬৪ জনে। আর বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ হাজার ২৬৫ রোগী। এদিকে, একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৬২৭ জনে।

চলতি বছরে এ পর্যন্ত মোট দুই লাখ ছয় হাজার ৫৪৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৮২ হাজার ৮৪৮ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল এক লাখ ২৩ হাজার ৬৯৬ জন ছাড়পত্র পেয়েছেন।

Link copied!