সংগৃহীত ফাইল ছবি
রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর উপচেপড়া ভিড়। হাসপাতালগুলোর আসন খালি নেই। ফ্লোর ও করিডরেও ডেঙ্গু রোগীদের ভিড়।
বুধবার গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ২ হাজার ৮৪৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।ৎ
বুধবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৪৪ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, বুধবার গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২ জন ডেঙ্গু রোগী। আর ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে ১ হাজার ৭৫২ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৪২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৪২১ জন এবং রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে ৫ হাজার ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৬৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৫ হাজার ২৯০ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ এ পর্যন্ত মারা গেছেন ৩৫২ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা যান ২৮১ জন।