ডেঙ্গুতে আরও ১৭ জনের মৃত্যু, ১৬ জনই ঢাকার

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৩, ০২:২০ এএম

ডেঙ্গুতে আরও ১৭ জনের মৃত্যু, ১৬ জনই ঢাকার

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জনেরই মৃত্যু হয়েছে ঢাকার বিভিন্ন হাসপাতালে।

এ নিয়ে দেশে ডেঙ্গুতে ৫৯৩ জনের মৃত্যু হলো। আর আগস্টে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪২ জনের।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৮৭৫ জন ঢাকার এবং ১ হাজার ৪৩৩ জন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮ হাজার ৩৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৩ হাজার ৮১৭ জন, আর বাকি ৪ হাজার ৫৬১ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগের।

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৮০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৮৩৭ জন।

Link copied!