ঢামেকে ডেঙ্গু কেড়ে নিল আরও এক নারী চিকিৎসকের প্রাণ

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১১, ২০২৩, ০৩:৫১ পিএম

ঢামেকে ডেঙ্গু কেড়ে নিল আরও এক নারী চিকিৎসকের প্রাণ

সংগৃহীত ফাইল ছবি

এডিশ মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। ওই নারী চিকিৎসকের নাম শরিফা বিনতে আজিজ (২৭)। এনিয়ে ডেঙ্গুতে ঢাকা মেডিকেল কলেজে দুই নারী  চিকিৎসক মারা গেলেন।

শুক্রবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শরিফা বিনতে আজিজ আইসিইউতে নেওয়া হয়। শুক্রবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার দোহার থেকে আসা শরিফা বিনতে আজিজ নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শরিফা দোহারের জয়পাড়ায় আজিজ ভূঁইয়ার মেয়ে বলে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে, গত সোমবার দিবাগত রাত সোয়া ১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকাকালে মারা যান আলমিনা দেওয়ান মিশু নাম এক নারী চিকিৎসক। এ ঘটনায় গভীর শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ময়মনসিংহ মেডিক্যালের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন ডা. আলমিনা দেওয়ান মিশু । সর্বশেষ তিনি বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইসিএমএইচ) গাইনি অ্যান্ড অবস বিভাগে রেসিডেন্ট (৩৯ ব্যাচ) হিসেবে অধ্যয়নরত ছিলেন

Link copied!