যুক্তরাজ্যের ওয়েলসে মাত্র ছয় মাসের চিকিৎসায় ক্যানসারমুক্ত হয়েছেন এক নারী। তাঁর অন্ত্রে ক্যানসার হয়েছিল। চিকিৎসক তাঁকে ‘ডস্টারলিম্যাব’নামের আশ্চর্য ওষুধ দিয়েছিলেন।
ওই নারীর নাম ক্যারি ডাউনি (৪২)। এক বছর আগে তাঁর অন্ত্রে ক্যানসার ধরা পড়েছিল; সেটি ছিল তৃতীয় পর্যায়ে। এরপর ছয় মাস ধরে তাঁকে ডস্টারলিম্যাব ইনফিউশন দেওয়া হয়। পরীক্ষা–নিরীক্ষার পর সোয়ানসি বে ইউনিভার্সিটি হেলথ বোর্ড তাঁকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করে।
ডাউনির শরীরে ক্যানসার শনাক্ত হওয়ার পর সোয়ানসির সিঙ্গেলটন হাসপাতালের চিকিৎসক ক্রেগ ব্যারিংটন তাঁর চিকিৎসা শুরু করেন। ডস্টারলিম্যাবের সাহায্যে ছয় মাস চিকিত্সার পর পরীক্ষা–নিরীক্ষায় দেখা যায়, ডাউনির ক্যানসার আক্রান্ত কোষগুলো উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়েছে।
ডস্টারলিম্যাব একধরনের ইমিউনোথেরাপি, যা রোগীর শরীরের রোগ প্রতিরোধব্যবস্থাকে শক্তিশালী করে ক্যানসারের কোষগুলো ধ্বংস করতে সাহায্য করে। ডস্টারলিম্যাব ইনফিউশন এখনো পরীক্ষার পর্যায়ে (ক্লিনিক্যাল ট্রায়াল) রয়েছে। তবে এটি ব্যবহারে এরই মধ্যে সফলতা পাওয়া গেল।
ধারণা করা হচ্ছে, আশ্চর্য এ ওষুধের ফলে অস্ত্রোপচার, রেডিওথেরাপি বা কেমোথেরাপি ছাড়াই ক্যানসারের সঠিক চিকিৎসা পাবেন রোগীরা।
গত বছর রেকটাল ক্যানসারে আক্রান্ত ১৮ রোগীকে ছয় মাস ধরে একই ওষুধ দেওয়া হয়েছিল। এতে তাঁরা সবাই ক্যানসারমুক্ত হয়েছেন।
ডাউনি তাঁর চিকিৎসক ব্যারিংটনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ব্যারিংটন ও তাঁর দল নতুন এক থেরাপির মাধ্যমে আমাকে চিকিৎসা দিয়ে আমার জীবন ফিরিয়ে দিয়েছেন। আমি কৃতজ্ঞ।’