ডেঙ্গুতে মৃত্যু ১৩শ ছাড়াল

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৩, ০৮:৫৩ পিএম

ডেঙ্গুতে মৃত্যু ১৩শ ছাড়াল

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এসব রোগী মারা যান। তাদের মধ্যে ৫ জন ঢাকার, বাকি ৬ জন ঢাকার বাইরের। এ নিয়ে এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১ হাজার ৩০৬ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৬৩১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৫৪ হাজার ১৮০ জন। মারা গেছেন ১ হাজার ৩০৬ জন। এরমধ্যে ঢাকা সিটির ৭৯৩ জন এবং ঢাকা সিটির বাইরের ৫১৩ জন।

Link copied!