২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫১ জনকে হাসপাতালে নিয়ে গেল ডেঙ্গু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৭, ২০২৩, ১১:২৬ পিএম

২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫১ জনকে হাসপাতালে নিয়ে গেল ডেঙ্গু

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩২৭ জন মারা গেলেন।  একই সময়ে আরও ২ হাজার ৭৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সোমবার (৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৯ হাজার ৪৮৩ জন। তাদের মধ্যে ঢাকার ৩৬ হাজার ৭২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন।

Link copied!