জুন ৯, ২০২৫, ০৬:৩৩ পিএম
পার্শ্ববর্তী ভারতসহ কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া ওইসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) থেকে দেওয়া এই নির্দেশনায় দেশের সকল স্থলবন্দর, নৌবন্দর এবং বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা ও নজরদারি জোরদারের নির্দেশও দেওয়া হয়েছে।
সোমবার সিডিসি শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদের স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, পার্শ্ববর্তী দেশগুলোতে করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট, বিশেষ করে ওমিক্রনের এলএফ.7, এক্সএফসি, জেএন.1 এবং এনবি 1.8.1 ধরনের সংক্রমণ বেড়ে চলেছে।
আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে দেশে এসব ভ্যারিয়েন্ট প্রবেশের ঝুঁকি রয়েছে বলে জানিয়ে দেশের সকল প্রবেশপথের ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনস (আইএইচআর) ডেস্কে কড়া নজরদারি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে পরিস্থিতি খুব আশঙ্কাজনক না হলেও, সম্প্রতি বাংলাদেশে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে এবং স্থানীয়ভাবে সংক্রমণ বাড়ার প্রবণতা লক্ষ্য করা গেছে।
আইসিডিডিআর, বি এর গবেষকেরা দেশে করোনার নতুন এক্সএফসি সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত করেছেন, পাশাপাশি এক্সএফসি সাব-ভ্যারিয়েন্টও পাওয়া গেছে। দুটি ভ্যারিয়েন্টই ওমিক্রন JN.1 এর শক্তিশালী সাব-লাইনে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান স্বাস্থ্যবিধি:
প্রতিদিন অন্তত সাতবার সাবান দিয়ে কমপক্ষে ২৩ সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস করুন।
জনসমাগম বা ঘন জায়গায় সবসময় নাক-মুখ ঢেকে মাস্ক ব্যবহার করুন।
অসুস্থ ব্যক্তিদের থেকে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখুন।
অপরিষ্কার হাতে চোখ, নাক বা মুখ স্পর্শ করবেন না।
হাঁচি-কাশির সময় টিস্যু, কাপড় বা কনুই দিয়ে নাক-মুখ ঢেকে নিন।
দেশের প্রবেশপথে করণীয়:
দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরের আইএইচআর (২০০৫) স্বাস্থ্য ডেস্কে নজরদারি এবং স্বাস্থ্য পরীক্ষা জোরদার করুন।
থার্মাল স্ক্যানার বা ডিজিটাল হ্যান্ডহেল্ড থার্মোমিটারের মাধ্যমে স্পর্শবিহীন তাপমাত্রা মাপার ব্যবস্থা রাখুন।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য যথেষ্ট পরিমাণে মাস্ক, গ্লাভস এবং ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সংরক্ষণ করুন।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত স্বাস্থ্যবিধি প্রচার করুন।
জরুরি প্রয়োজন ছাড়া ভারতসহ সংক্রমিত দেশগুলোতে ভ্রমণ থেকে বিরত থাকুন।
সন্দেহভাজন রোগীর ক্ষেত্রে করণীয়:
অসুস্থ হলে ঘরে অবস্থান করুন এবং পরিস্থিতির অবনতি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
রোগীদের মাস্ক পরিধান করতে উৎসাহিত করুন।
প্রয়োজনে আইইডিসিআর এর হটলাইনে যোগাযোগ করুন: ০১৪০১-১৯৬২৯৩।
স্বাস্থ্য অধিদপ্তর সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের দ্রুত বিস্তারের প্রেক্ষাপটে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।