বৃহস্পতিবার থেকে দক্ষিণ সিটির ৩ হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৬, ২০২৩, ১১:৫২ পিএম

বৃহস্পতিবার থেকে দক্ষিণ সিটির ৩ হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মালিকানাধীন ৩টি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন ৩টি হাসপাতাল তথা- মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদন হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত (শুধু আগামীকাল সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত) এ সেবা দেওয়া হবে।  শুক্রবার ছাড়া সপ্তাহের ৬ দিন এ সেবা চালু থাকবে।

কোনোভাবেই উন্নতি হচ্ছে না ডেঙ্গু পরিস্থিতির। রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ‍উপচেপড়া ভিড়। হাসপাতালগুলোর আসন খালি নেই। ফ্লোর ও করিডরেও ডেঙ্গু রোগীদের ভিড়। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৩০ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে।  তাই ডেঙ্গু পরীক্ষার ওপর জোর দিয়েছে সিটি করপোরেশন। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীর তিনটি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

Link copied!