ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৩:৫৪ পিএম
স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন জানিয়েছেন বর্তমানে ১৫৭টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশে তৈরি ঔষধ। এছাড়াও মোট চাহিদার ৯৮ শতাংশ ঔষধ এখন দেশেই উৎপাদিত হচ্ছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র এমপি সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ঔষধই রপ্তানি হচ্ছে। বিশ্বের ১৫৭টি দেশে ঔষধ রপ্তানি করা হচ্ছে। ঔষধশিল্পে আমাদের উত্তরোত্তর উন্নতি হচ্ছে।
সরকার ঔষধ রপ্তানিতে প্রণোদনা দিচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে উৎপাদিত ঔষধ বিদেশে রপ্তানিতে উৎসাহিত করতে সরকারিভাবে প্রণোদনা দেয়া হচ্ছে। এর অংশ হিসেবে চলতি বছর ১০ শতাংশ হারে প্রণোদনা দেয়া হচ্ছে।
এ সময় আরেক এমপি আনোয়ার খানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে প্রায় ৫ হাজার ৯০০ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৯০৩ টাকার ঔষধ রপ্তানি হয়েছে।