জুলাই ১৬, ২০২২, ১১:২৫ পিএম
নাটোরের লালপুর উপজেলার দেলুয়া গ্রামে অ্যানথ্রাক্স বা তড়কা রোগের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নাম দুলাল হোসেন (৫৫)। তিনি উপজেলার রুইগাড়ি গ্রামের আইয়ুব সরদারের ছেলে। অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন একই গ্রামের আরও নয়জন। তাঁদের অ্যানথ্রাক্সের উপসর্গ আছে।
অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন একই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), ছেলে সাদ্দাম হোসেন (২১), মহিদুল ইসলামের স্ত্রী রুমা বেগম (৩৫), ওমর আলীর ছেলে আবদুল মজিদ (৪০), সাখাওয়াত হোসেন (৩০), আরজেদ প্রামাণিকের ছেলে আফতাব আলী (৫০), মৃত দুলাল হোসেনের ছেলে হাবিবুর রহমান (৩০), রূপচান্দ আলীর ছেলে মোহন আলী (৪০) ও নুরুজ্জামানের স্ত্রী বিলকিস বেগম (৩২)।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের একটি প্রতিনিধিদল রবিবার রোগাক্রান্ত এলাকায় যাবেন। সকালে দেলুয়া গ্রাম পরিদর্শন করে রোগের নমুনা সংগ্রহ করার কথা রয়েছে তাদের।