ওমিক্রন: অফিসে যেসব নির্দেশনা মানতে হবে

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৯, ২০২১, ০৭:৩৯ পিএম

ওমিক্রন: অফিসে যেসব নির্দেশনা মানতে হবে

করোনার নতুন ধরন ‘ওমিক্রন ঘিরে বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের এই নতুন ধরনটি শনিবার (২৭ নভেম্বর) পর্যন্ত ৭টি দেশ-যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, বেলজিয়াম, ইসরাইল, বতসোয়ানা ও হংকংয়ে শনাক্ত হয়েছে। আর সোমবার (২৯ নভেম্বর) পর্যন্ত এই ভয়াবহ ধরনটি নতুন করে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, কানাডায়  শনাক্ত হয়েছে।

‘ওমিক্রন’ ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাগুলো দেখুন

এমতাবস্থায় করোনার নতুন এই ধরন থেকে বাঁচতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনার নতুন ধরন নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এরই মধ্যে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে প্রায় ১৫টি নির্দেশনা দেওয়া হয়।

স্বাস্থঅধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলামের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যান্য দেশে করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’-এর সংক্রমণ দেখা দেওয়ায় অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব দেশকে এ সম্পর্কে সতর্ক করেছে।

এ পরিস্থিতিতে অফিসে প্রবেশ এবং অবস্থানকালে বাধ্যতামূলকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরা নিশ্চিত করতে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলা দাপ্তরিকভাবে নিশ্চিত করতে হবে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

Link copied!