করোনা চিকিৎসা সেবায় একদিনে ১৩০০ চিকিৎসককে বদলি

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৬, ২০২১, ০২:১৬ পিএম

করোনা চিকিৎসা সেবায় একদিনে ১৩০০ চিকিৎসককে বদলি

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু প্রতিরোধে দেশব্যাপী আক্রান্ত রোগীদের চিকিৎসা সুষ্ঠুভাবে নিশ্চিত করতে একদিনে ১ হাজার ৩০০ চিকিৎসককে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে বদলি করেছে সরকার। এ বিষয়ে একদিনে ৪৩টি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগ।

সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এসব প্রজ্ঞাপন জারি করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা ওইসব প্রজ্ঞাপনে জারি করা অফিস আদেশে মোট ১ হাজার ৩০০ জন চিকিৎসককে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের করোনা ইউনিটে বদলি করা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটটে দেওয়া প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, কোভিড-১৯ অতিমারি সুষ্ঠুভাবে মোকাবেলা ও জনসেবা নিশ্চিত করার লক্ষে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। আদেশে আরও বলা হয় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পদায়ন করা চিকিৎসকগণ করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন।’

করোনা ইউনিটে বদলি করা এসব চিকিৎসককে ৭ জুলাইয়ের মধ্যে পদায়নকরা কর্মস্থলে যোগদানের নির্দেশও দেয়া হয়েছে প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, একই সঙ্গে তাদের স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানের নিকট যোগদানপত্র দাখিল করতে হবে এবং প্রতিষ্ঠান প্রধানদের ওইসব যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার ই-মেইলে (per1@hsd.gov.bd) আবশ্যিকভাবে প্রেরণ করতে হবে।’ তবে নতুন বদলি হওয়া চিকিৎসকদের তাদের বেতন-ভাতা পূর্ববর্তী কর্মস্থল (মূল কর্মস্থল) থেকে উত্তোলন করতে হবে বলেও ওইসব প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে দেওয়া প্রজ্ঞাপনে দেখা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে থেকে সর্বোচ্চ সংখ্যক  ১৫৬ জন কর্মকর্তাকে (চিকিৎসক) দেশের বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে বদলি করা হয়েছে।

এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ১২২ জন, কুমিল্লা মেডিকেল কলেজের ১০২ জন, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের ৯১ জন, রংপুর মেডিকেল কলেজের ৭১ জন, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের ৬৩ জন, নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ৫৭ জন চিকিৎসককে দেশের বিভিন্ন করোনা ডেডিকেটেড হাসপাতালে বদলি করা হয়েছে।

 

Link copied!