ঘণ্টায় ৫২ জন করে ডায়রিয়ার রোগী আইসিডিডিআরবিতে ভর্তি হচ্ছেন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৭, ২০২২, ০৭:৪৬ পিএম

ঘণ্টায় ৫২ জন করে ডায়রিয়ার রোগী আইসিডিডিআরবিতে ভর্তি হচ্ছেন

ঘণ্টায় ৫২ জন করে ডায়রিয়ার রোগী ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ সেন্টার বাংলাদেশ-আইসিডিডিআরবিতে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ১২শ ৪৫ জন ডায়রিয়ার আক্রান্ত রোগী হাসপাতালটিতে ভর্তি হয়েছেন।

ডায়রিয়ার রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। আজ রোববার আইসিডিডিআরবির বরাত দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র বলছে, ২৭শে মার্চ পর্যন্ত আইসিডিডিআরবির হাসপাতালে মোট ২৪ হাজার ৪৬৯ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। কিছু রোগী চিকিৎসা না পেয়ে ফেরত যাচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালে শয্যা খালি নেই। হাসপাতালের বাইরে সাতটি তাবুতেও রোগীদের জায়গা দেয়া যাচ্ছে না। রোগীদের বেশিরভাগ বয়স্ক ও শিশু।

Link copied!