ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৮, ২০২৩, ০১:৩২ এএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

সংগৃহীত ফাইল ছবি

ভয়াবহভাবে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। দেশের হাসপাতালগুলোতে প্রতিদিন হাজারো মানুষ ডেঙ্গুজ্বর আক্রান্ত ভর্তি হচ্ছে। এর মধ্যে ঢাকার অবস্থা মারাত্মক খারাপের দিকে যাচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬১ জন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এসময় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২২ জন। অন্যদিকে,  রাজধানীর  বাইরে বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৪৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন বলেও প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৭০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ হাজার ১০ জন। এসময় মারা গেছেন ২২৫ জন। মৃতদের মধ্যে রাজধানীর ১৭৭ জন এবং রাজধানীর বাইরের ৪৮ জন বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ২৮১ জনের মৃত্যু হয়েছে। 

Link copied!