সংগৃহীত ফাইল ছবি
কোনোভাবেই থামছে না ডেঙ্গুর চোখ রাঙানি। রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর উপচেপড়া ভিড়। হাসপাতালগুলোর আসন খালি নেই। ফ্লোর ও করিডরেও ডেঙ্গু রোগীদের ভিড়।
মঙ্গলবার (১ আগস্ট) গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৬১ জন মারা গেলেন। একই সময়ে আরও ২ হাজার ৫৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃত ১০ জনের মধ্যে ৯ জন ঢাকার এবং ১ জন ঢাকার বাইরের।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৪১৬ জন। এর মধ্যে ২৬১ জন মারা গেছেন।
প্রসঙ্গত, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত বছর ২৮১ জন মারা গেছেন। ও্ই বছর মোট মোট আক্রান্ত হয়েছিলেন সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।