দেশে করোনায় আক্রান্ত সাড়ে ৯ হাজার ডাক্তার-স্বাস্থ্যকর্মী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২২, ০৭:২৯ পিএম

দেশে করোনায় আক্রান্ত সাড়ে ৯ হাজার ডাক্তার-স্বাস্থ্যকর্মী

করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পরে থেকে দেশে এখন পর্যন্ত চিকিৎসক ও নার্সসহ মোট ৯ হাজার ৫১৫ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন(বিএমএ)। বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চিকিৎসকদের এই জাতীয় সংগঠনের  বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ৩ হাজার ১৪১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা জেলায় ৮৭১ জন, চট্টগ্রামে ৪৯২ জন, সিলেটে ৩৪৯ জন, ময়মনসিংহে ১৪৩ জন ও কুমিল্লায় ১৩১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

সারাদেশে করোনায় আক্রান্ত নার্সের সংখ্যা ২ হাজার ৩১১ জন নার্স। এর মধ্যে ঢাকা জেলায় ৮৪২ জন, ময়মনসিংহে ১৬৪ জন ও বরিশালে ৮৯ জন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন।

এ ছাড়াও ৪ হাজার ৬৩ জন অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৯ হাজার ৫১৫ জন স্বাস্থ্যকর্মী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বলেও বিএমএ’র বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Link copied!