শনিবার গত ২৪ ঘন্টায় ১৮৩ ডেঙ্গুরোগী শনাক্ত, মৃত ১

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৬, ২০২১, ০৮:১৩ পিএম

শনিবার গত ২৪ ঘন্টায় ১৮৩ ডেঙ্গুরোগী শনাক্ত, মৃত ১

দেশে করোনাভাইরাস সংক্রমণের অবস্থা উন্নতির সাথে সাথে ডেঙ্গু পরিস্থিতিও একটু ভালোর দিকে যাচ্ছে। শনিবার (১৬ অক্টোবর) গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৮৩ রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসময়ে ১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, শনিবার (১৬ অক্টোবর) গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ভর্তি হওয়া ১৮৩ জন ডেঙ্গু রোগীর মধ্যে রাজধানীর ৪৬ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন। রাজধানীর বাইরে বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ৮৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৮৮ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৮১ জন রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২১ হাজার ২০১ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ২৪৯ জন রোগী।

এদিকে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের জুলাই মাসে ১২ জনের মৃত্যু হলেও পরের এক মাসেই (আগস্ট) ৩৪ জনের মৃত্যু হয়। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত ৮৩ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Link copied!