দুই চালানে আসছে মর্ডানার টিকা: স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১, ২০২১, ১১:১৬ পিএম

দুই চালানে আসছে মর্ডানার টিকা: স্বাস্থ্যমন্ত্রী

শুক্রবার (২ জুলাই) ও শনিবার (৩ জুলাই) করোনাভাইরাস প্রতিরোধী মডার্নার ২৫ লাখ ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

বৃহস্পতিবার (০১ জুলাই) স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমেরিকা থেকে পাঠানো মডার্নার টিকার ২৫ লাখ ডোজের মধ্যে ১২ লাখ ডোজ আগামীকাল (শুক্রবার)রাত ১১টা ২০ মিনিটে দেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। আর বাকি ১৩ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে আগামী ৩ জুলাই সকালে।’ টিকা গ্রহণ করতে শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলেও তিনি জানান।

মডার্নার টিকা দেশে এসে পৌঁছুলে এটা হবে বাংলাদেশে আসা করোনাভাইরাসের চতুর্থ টিকা। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক এবং চীনের সিনোফার্মের টিকা এসেছে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মঙ্গলবার (২৯ জুন) রাতে এ অনুমোদন দেওয়া হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি কমিটি কর্তৃক প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার পর মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনার আটটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। অষ্টমটি হলো মডার্নার টিকা।

Link copied!