স্বাস্থ্য খাতে ব্যয় হতাশাজনক, অর্জন আশাব্যঞ্জক

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১২, ২০২১, ০৯:০৭ পিএম

স্বাস্থ্য খাতে ব্যয় হতাশাজনক, অর্জন আশাব্যঞ্জক

দেশে স্বাস্থ্য খাতে ব্যয়ের পরিমাণ হতাশাজনক হলেও অর্জন আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. শাহাদৎ হোসেন মাহমুদ। মঙ্গলবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরে সারভাইভারস কিট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. মো. শাহাদৎ হোসেন বলেন, আমাদের স্বাস্থ্য খাতে ব্যয়ের পরিমাণ হতাশাজনক কিন্তু অর্জন খুবই আশাব্যঞ্জক। আমাদের স্বাস্থ্যখাতে এই মুহূর্তে মাথাপিছু সরকারের ব্যয় হয় মাত্র ৫৪ ডলার। ২০১৫ সালে তা ছিল ৩৩ ডলার।

তিনি আরো বলেন, ‘সম্প্রতি আমরা এই তথ্য বের করেছি। তবে এখনও আনুষ্ঠিকভাবে জানাইনি। যেহেতু জানি সেহেতু বললাম। এই মহুর্তে পৃথিবীর সবচেয়ে পেছনে যে দেশগুলো আছে আমরা তাদের মধ্যে অন্যতম। তবে আমাদের অর্জন খুবই আশাব্যঞ্জক’।

তিনি ভারতের স্বাস্থ্য ব্যবস্থার চেয়ে আমাদের দেশের স্বাস্থ্য খাত ভালো উল্লেখ করে বলেন, ‘যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ল্যানসেটে আমাদের অবস্থান ভারতের থেকেও ওপরে’।

তিনি বলেন, বিশ্বের ১৫৬টি দেশের মধ্যে আমাদের অবস্থান ৬৫তম। হতাশার বিষয় হচ্ছে এই র‍্যাংকে আমাদের অবস্থান এক বছর আগে ছিল ৫০। আমরা ১৫ ধাপ পিছিয়েছি। ১৫ ধাপ পিছিয়েও প্রথম হয়েছি কিন্তু পিছিয়েছি। এটা আমাদের জন্য অশনিসংকেত। সরকার যতগুলো বৈশ্বিক পুরস্কার পেয়েছে তার অধিকাংশই স্বাস্থ্য ও শিক্ষা খাতে।

এই দুটো সেক্টরকে যেকোন দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। 

Link copied!