ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মার্কোস জুনিয়র

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩০, ২০২২, ১১:২৬ এএম

ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মার্কোস জুনিয়র

ফিলিপাইনের বিদায়ী নেতা রদ্রিগো দুতার্তের স্থলাভিষিক্ত হলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। আজ দেশটির পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে ম্যানিলার ন্যাশনাল মিউজিয়ামে শপথ নেন মার্কোস জুনিয়র। শতাধিক দেশি ও বিদেশি বিশিষ্ট ব্যক্তি এতে অংশ নেন। শপথ উপলক্ষে ফিলিপাইনের রাজধানীজুড়ে প্রায় ১৫ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।

মার্কোস জুনিয়র ওরফে বং বং নির্বাচনে প্রতিদ্বন্দ্বী লেনি রব্রেদোকে হারাতে ৬০ শতাংশ ভোট পেয়েছেন। তার এই জয়ের মাধ্যমে মার্কোস রাজনৈতিক পরিবারের চমকপ্রদ প্রত্যাবর্তন ঘটে, যা ১৯৮৬ সালে বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়েছিল। বর্তমান প্রেসিডেন্টের মেয়ে সারা দুতের্তে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

৬৪ বছর বয়সী এই নেতা এমন একটি সময়ে প্রেসিডেন্ট হলেন যখন ফিলিপাইন আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি এবং ক্রমবর্ধমান ঋণে জর্জরিত।

মার্কোস জুনিয়রের অভিষেকের মধ্য দিয়ে রাজনৈতিক গৌরব পুনরুদ্ধার করার জন্য মার্কোসেদের এক দশকের দীর্ঘ সংগ্রামের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

Link copied!