আফগানদের কাছে আশরাফ গনির ক্ষমা প্রার্থনা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২১, ১১:৫৬ এএম

আফগানদের কাছে আশরাফ গনির ক্ষমা প্রার্থনা

জনগণের কাছে ক্ষমা চেয়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করা সাবেক এই প্রেসিডেন্ট বুধবার (৮ সেপ্টেম্বর) টুইটারে প্রকাশিত বিবৃতিতে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

আশরাফ গনি তার বিবৃতিতে কাবুল ছেড়ে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘কাবুল ছেড়ে আসা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’। এসময় তালেবানের হাতে কাবুলের পতন এবং সংশ্লিষ্ট সব ঘটনার জন্য জনগণের কাছে ক্ষমা চান গনি।

বিবৃতিতে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘প্রাসাদের নিরাপত্তা বাহিনী আমাকে পরামর্শ দিয়েছিল যে, ১৯৯০-এর দশকের গৃহযুদ্ধের সময় শহরে ভয়াবহ লড়াইয়ে যে পরিণতি হয়েছিল, সে ধরনের ঝুঁকি নিয়ে কাবুলে থাকতে হবে। আমি মনে করি গোলাগুলি বন্ধ রাখা এবং কাবুলের ৬০ লাখ নাগরিককে রক্ষা করার এটাই ছিল একমাত্র উপায়’। আশরাফ গনি আরো বলেন, ‘আমি আফগানিস্তানে একটি গণতান্ত্রিক সরকার গঠনের জন্য ২০ বছর কাজ করেছ ‘। তবে দেশটিতে ‘স্থিতিশীলতা ও সমৃদ্ধি’ নিশ্চিত করতে গত কয়েক দশকের অন্যান্য সরকারের মতো তিনিও ব্যর্থ হয়েছেন বলে তিনি স্বীকার করেন।

গত ১৫ আগস্ট তালেবান কাবুলে প্রবেশ করার আগমুহূর্তে আশরাফ গনি হঠাৎ দেশ ছেড়ে পালিয়ে যান।

এর আগে রাশিয়ার আরআইএ সংবাদ সংস্থা জানিয়েছিল, গনি চারটি গাড়ি ও হেলিকপ্টার ভর্তি অর্থ নিয়ে কাবুল ত্যাগ করেন। অন্যান্য সংবাদ সংস্থাও জানিয়েছে, তিনি সরকারি কোষাগার থেকে ১৬৯ মিলিয়ন মার্কিন ডলার নিয়েছেন। তাজিকিস্তানে আফগানিস্তানের রাষ্ট্রদূতও একই অভিযোগ করেন। তবে গনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এক কাপড়ে আফগানিস্তান ত্যাগ করেছেন।

Link copied!