আফগানিস্তানে গুলি ও আতশবাজিতে বিজয় উদযপানকালে নিহত ১৭

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২১, ১১:৩৭ পিএম

আফগানিস্তানে গুলি ও আতশবাজিতে বিজয় উদযপানকালে নিহত ১৭

 

বিজয় উদযাপন করতে গিয়ে ছোঁড়া বন্দুকের গুলি ও আতশবাজিতে ১৭ জন নিহত হয়েছে আফগানিস্তানে। আহত হয়েছে আরো ৪১ জন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দেশটির নানগাহর প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবার আফগানিস্তানের জালালাবাদ শহরের বিজয় উদযাপন করতে গিয়ে  আকাশে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে এই ১৭ জন নিহত ও ৪১ জন আহত হন। নানগাহর প্রাদেশের রাজধানী জালালাবাদের একটি হাসপাতালের মুখপাত্র গুলজাদা শাঙ্গার জানিয়েছেন, নানগাহর প্রদেশে বন্দুক থেকে গুলি ছুড়ে মার্কিন বাহিনীর বিদায় ও নিজেদের বিজয় উদযাপন করতে গিয়ে নিহত হয়েছেন অন্তত ১৭ জন’।

তবে তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বন্দুকের গুলি ছুড়ে বিজয় উদযাপনের বিরোধিতা করে বলেন, ‘আকাশের দিকে গুলি না করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। আকাশে বুলেটে লোকজন হতাহত হতে পারে। তাই বিনা কারণে গোলাগুলি করবেন না‘।

এদিকে তালেবানের দাবি, তারা পাঞ্জশির প্রদেশটিও দখলে নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, উপত্যকাটিতে এখনো তুমুল সংঘর্ষ চলছে। তালেবান বিরোধী যোদ্ধারাও তালেবানের দাবী অস্বীকার করেছে।

উল্লেখ্য, পাঞ্জশির দখলের খবর ছড়িয়ে পড়ার পর কাবুলে শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতেই তালেবান সদস্যদের ফাঁকা গুলি ছুঁড়ে আনন্দ উল্লাস করতে দেখা যায়।

 

 

Link copied!