আফ্রিকার দেশ চাদে গণতন্ত্রের দাবিতে সহিংস বিক্ষোভ: নিহত ৫০, আহত তিন শতাধিক

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২১, ২০২২, ১০:২৪ এএম

আফ্রিকার দেশ চাদে গণতন্ত্রের দাবিতে সহিংস বিক্ষোভ: নিহত ৫০, আহত তিন শতাধিক

আফ্রিকার দেশ চাদে গণতন্ত্রের দাবিতে চলা বিক্ষোভে পাল্টাপাল্টি হামলা ও সহিংসতায় অন্তত ৫০ জন নিহত এবং তিন শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। দ্রুত গণতান্ত্রিক শাসনে উত্তরণের দাবি জানাতে বৃহস্পতিবার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করার সময় ওই সহিংসতা শুরু হয়। 

এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সালেহ কেবজাবু। ঘটনাটিকে একটি ‘সশস্ত্র বিদ্রোহ’ বলে বর্ণনা করে সরকার তখনো হতাহতের তথ্য সংগ্রহ করছিল বলে জানিয়েছেন তিনি।

কিন্তু মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে, রাজধানী এনজামিনায় ও আরও কয়েকটি শহরে নিরাপত্তা বাহিনী নির্মমভাবে বিক্ষোভ দমন করার সময় নিরস্ত্র বেসামরিকরা নির্বিচার হত্যার শিকার হয়।

সামরিক শাসনের অধীনে থাকা মধ্য আফ্রিকার এই দেশটি ২০২১ সালের এপ্রিলে প্রেসিডেন্ট ইদ্রিস দেবির মৃত্যুর পর থেকেই সংকটে আছে। মৃত্যুর আগ পর্যন্ত দেবি লৌহ মুষ্টিতে তিন দশক ধরে দেশটি শাসন করেন। 

তাঁর ছেলে মোহাম্মদ ইদ্রিস দেবি বাবার মৃত্যুর পরপরই ক্ষমতা দখল করেন এবং প্রাথমিকভাবে ১৮ মাসের মধ্যে নির্বাচনে যাওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু পহেলা অক্টোবর এক ঘোষণা দিয়ে নির্বাচন দুই বছর পিছিয়ে দেন তিনি।

প্রাথমিকভাবে প্রতিশ্রুতি দেওয়া ১৮ মাসের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এ দিন প্রতিবাদের ডাক দেয় বিরোধী দল ও সুশীল সমাজ গোষ্ঠীগুলো আর নিরাপত্তার কারণ দেখিয়ে সরকার সেগুলো নিষিদ্ধ করে। 

কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই জনতা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা রাস্তা বন্ধ করে দেয় এবং নতুন প্রধানমন্ত্রীর প্রধান কার্যালয়ে আাগুন ধরিয়ে দেয়।

সূত্র: রয়টার্স

Link copied!