অভিবাসী বহনকারী একটি নৌকা এজিয়ান সাগরের গ্রিক দ্বীপ লেসবস উপকূলে ডুবে গেছে বলে জানা গেছে। এতে অন্তত ১৫ অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে প্রায় ২০ জন। গ্রিসের কোস্টগার্ডের বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪০ জন আরোহী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করেছিল। এখন পর্যন্ত ১৫টি মৃতদেহ ও জীবিত ৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গ্রিসের কোস্টগার্ড।
নৌকাডুবির খবর পেয়ে গ্রিক উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ এবং গ্রিসের বিমান বাহিনীর একটি হেলিকপ্টার প্রবল বাতাসের মধ্যেই অনুসন্ধান ও উদ্ধার কাজ চালাতে ছুটে আসে।
এ দিকে অভিবাসীদের মধ্যে যারা তীরে পৌঁছেছেন তাদের খোঁজে লেসবসের বিস্তীর্ণ উপকূল বরাবর অনুসন্ধান চালানো হচ্ছে। এছাড়া প্রত্যন্ত এলাকায় তিনজনকে আটকে পড়া অবস্থায় পাওয়া গেছে।
এর আগে বুধবার পৃথক নৌকাডুবির ঘটনায় গ্রিক কর্তৃপক্ষ ৩০ জন অভিবাসীকে উদ্ধার করে। দক্ষিণ গ্রিসের কিথিরা দ্বীপের কাছে ঝোড়ো আবহাওয়ার কারণে অভিবাসী বহনকারী ওই নৌকাটি একটি পাথুরে এলাকায় আঘাত করার পরে ডুবে যায়।