আলজেরিয়ায় দাবানলে ২৬ জনের প্রাণহানি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৮, ২০২২, ১০:২৬ এএম

আলজেরিয়ায় দাবানলে ২৬ জনের প্রাণহানি

আলজেরিয়ার উত্তরের বনাঞ্চলে দাবানলে অন্তত ২৬ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া আহত আরও অনেকে। বিভিন্ন প্রদেশের অন্তত ৩৫০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজউদ বলেন, তিউনিসিয়ার সীমান্তবর্তী এলাকা এল টারফে ২৪ জন এবং সেতিফে একজন মা ও মেয়ে মারা গেছেন।

বুধবার সন্ধ্যা থেকে অগ্নিনির্বাপক কর্মীরা হেলিকপ্টারের মাধ্যমে বেশ কয়েকটি জায়গায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সেতিফে মারা যাওয়া ৫৮ বছর বয়সী মা ও তার ৩৬ বছর বয়সী মেয়ের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে সেখানকার কর্মকর্তারা জানান, আগুন কয়েক ডজন বাড়ি ও গ্রামে পৌঁছেছে।

আলজেরিয়ার উত্তরাঞ্চলে প্রতি বছর দাবানলে আক্রান্ত হয়। এতে গত বছর ৯০ জন মারা গেছে বলে ধারণা করা হয় এবং এক লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে।

সম্প্রতি ভূমধ্যসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশকে দাবানলে বিধ্বস্ত হতে দেখা গেছে- বিশেষ করে ইউরোপের ফ্রান্স, গ্রীস, পর্তুগাল, স্পেন ও ইতালি সবকটি দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে৷

Link copied!