এবার করোনাভাইরাস প্রতিরোধে কিউবার সাথে মিলে টিকা উৎপাদনের ঘোষণা দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। প্রতিমাসে অন্তত ২০ লাখ ডোজ করোনা টিকা উৎপাদনে আশাবাদী মাদুরো । সম্প্রতি তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন।
কিউবা ‘আবডালা’ নামের একটি টিকা আবিষ্কার করেছে। এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালানো হবে ভেনিজুয়েলাতে।
এক টেলিভিশন চ্যানেলে দেওয়া ভাষণে মাদুরো বলেছেন, ‘টিকা উৎপাদনের জন্য আমাদের দেশের ল্যাবরেটরিগুলির সঙ্গে চুক্তি করেছি আমরা। আশা করছি আগামী আগস্ট-সেপ্টেম্বর মাস নাগাদ ২০ লাখ ডোজ করে আবডালা টিকা উৎপাদন করা হবে।‘
করোনা প্রতিরোধে কিউবা চারটি টিকা বানিয়েছে। সেগুলি এখন বিভিন্ন পর্যায়ের ট্রায়ালে রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ‘আবডালা’। কিউবার ১ লাখ ২৪ হাজার স্বাস্থ্যকর্মীকে এই টিকা দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবীদের উপরও টিকাটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। অনুমোদনের অপেক্ষায় থাকা ‘আবডালা’ টিকাটিই লাতিন আমেরিকায় প্রথম বানানো এবং উৎপাদিত টিকা হতে যাচ্ছে। মাদুরো বলেন,তার সরকার টিকা উৎপাদনের জন্য রাশিয়া, চিন ও অন্যান্য দেশের সঙ্গে চুক্তি করবে।
সরকারি হিসাবে ৩ কোটি জনসংখ্যার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার। মারা গিয়েছেন ১ হাজার ৭০০ জনের মতো।
‘আবডালা’ টিকাটিই লাতিন আমেরিকায় উৎপাদিত প্রথম টিকা হতে যাচ্ছে।