ইন্দোনেশিয়ার একটি কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে কারারক্ষী ও কয়েদিসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩১ জন।
স্থানীয় সময় বুধবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে দেশটির বানতেন প্রদেশের তানগেরাং নামে একটি কারাগারে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির আইন ও মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। কারাগারটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি সংখ্যক বন্দি অবস্থান করছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ৬শ’ জন ধারণ ক্ষমতা সম্পন্ন কারাগারটিতে দুই হাজারের বেশি বন্দী অবস্থান করছিলেন। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দেশটির আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারা বিভাগের মুখপাত্র রিকা অপ্রিয়ান্তি গণমাধ্যমকে জানান, কারাগারের ব্লক সি–তে ভোররাত ১টা থেকে ২টার মধ্যে আগুন লাগে। ওই ব্লকটিতে মাদক মামলায় গ্রেপ্তারকৃত বন্দিদের রাখা হয়েছিল। সেখানে ১২২ জনের ধারণ ক্ষমতা ছিল।
পুলিশের মুখপাত্র ইউসরি ইউনুস স্থানীয় মেট্রো টিভিকে বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার সুস্পষ্ট কারণ এখনও জানা যায়নি।