এবার এনজিওতে নারীদের কাজ নিষিদ্ধ করল তালেবান

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২২, ০৮:৩৩ এএম

এবার এনজিওতে নারীদের কাজ নিষিদ্ধ করল তালেবান

আফগানিস্তানে দেশি ও বিদেশি বেসরকারি সংস্থায় (এনজিও) আর কাজ করতে পারবেন না নারীরা। দেশটির তালেবান সরকার শনিবার এই নির্দেশ দিয়েছে। এই নির্দেশনা দিয়ে আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয় থেকে একটি চিঠি ইস্যু করেছে।

আফগান অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুলরহমান হাবিব জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারীরা কাজে যোগ দিতে পারবেন না, কেননা তাদের কেউ কেউ নারীদের জন্য ইসলামিক ড্রেসকোডের প্রশাসনিক ব্যাখ্যা মেনে চলেননি।

ক্ষমতায় আসার পর নারীদের অধিকার ও স্বাধীনতা হরণে এটি তালেবানের সর্বশেষ পদক্ষেপ।

তালেবান সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছেন আফগানিস্তানে জাতিসংঘের উপবিশেষ প্রতিনিধি রমিজ আলাকবারভ বলেন, অর্থ মন্ত্রণালয়ের যে চিঠি তা গভীর উদ্বেগের। এটি সুস্পষ্ট ‘মানবিক নীতির লঙ্ঘন’।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সরকারের এই চিঠির ব্যাখ্যা জানার চেষ্টা করছে।

এর আগে, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ ঘোষণা করে তালেবান। বুধবার ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে গেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেননি।

Link copied!