এবার ওমিক্রনে অতিষ্ঠ জার্মানি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২২, ০৩:১৬ পিএম

এবার ওমিক্রনে অতিষ্ঠ জার্মানি

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে ইউরোপের দেশ জার্মানিতে করোনার সংক্রমণ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি দেশটিতে বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় ৮০ হাজার ৫৪২ জন করোনা শনাক্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ৩৩১ জন।

জার্মানিতে করোনাভাইরাসের সংক্রমণ  শুরুর পর এটিই একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। এর আগে গত বছরের ১৮ নভেম্বর সর্বোচ্চ ৬৫ হাজার ৩৭১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ি দেশটির ৭০ ভাগের বেশি লোক করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন।দেশটিতে বৃহস্পতিবার পর্যন্ত করোনায় অোক্রান্ত হয়ে করোনায় মৃত্যু ১ লাখ ১৫ হাজার ৬০৫ জন মারা গেছেন। আর আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৭ লাখ ১১ হাজার ৯৯৫ জন। দেশটিতে করোনার সক্রিয় রোগী রয়েছে ৭ লাখ ১৮ হাজার ২৯০ জন। এর মধ্যে ৩ হাজার ২১২ জনের অবস্থা গুরুতর।

দেশটির সবচেয়ে জনবহুল নর্থ রাইন-ভেস্টফালিয়ায় রেকর্ড রোগী শনাক্ত হয়েছে। অপর দিকে পূর্বাঞ্চলের স্যাক্সনিতে মৃত্যু বেড়েছে।

জার্মানি সরকারের নির্দেশনা অনুযায়ী, দুই পরিবার থেকে দুজনের বেশি লোক দেখা করতে পারবেন না। দোকানপাট, সুপারশপ, গণপরিবহন, বিমানবন্দর সর্বত্র মাস্ক পরতে হবে। এদিকে করোনার দাপটের মধ্যেও জার্মানিতে স্কুল খোলা রয়েছে বলে বিবিসির খবরে বলা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় তার মোকাবিলায় নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও চলতি সপ্তাহে জার্মানির বিভিন্ন শহরে কয়েক হাজার মানুষ করোনা বিধিনিষেধের বিরুদ্ধে ও টিকাগ্রহণে অসম্মতি জানিয়ে বিক্ষোভ করেছেন যা বিরল ঘটনা।

Link copied!