ভারতের কর্ণাটকের চারবার দায়িত্ব পালনকারী মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা পদত্যাগ করেছেন। সোমবার (২৬ জুলাই) রাজ্য গভর্নর থাওয়ার চাঁদ গেহলটের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ইয়েদুরাপ্পার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ্যের গভর্নর থাওয়ার চাঁদ গেহলট। এসময় গভর্নর ইয়েদুরাপ্পাকে নতুন মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত কাজ করে যাওয়ার আহ্বান জানান।
বি এস ইয়েদুরাপ্পা বিজেপির প্রবীণ নেতা। ২০১৯ সালে তিনি চতুর্থবারের মতো কর্ণাটকের মুখ্যমন্ত্রী হন।
ইয়েদুরাপ্পা যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন এর বিরোধিতা করেছিলেন রাজ্য বিজেপির একটি অংশ। সেই বিরোধী অংশটি তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে চেয়েছিল। এর ফলে কর্ণাটকের রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
রাজ্যটির পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন লিঙ্গায়েত নেতা মুরুগেশ নিরানি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।