গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা ভূপেন্দ্র প্যাটেল

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২১, ০১:১৪ পিএম

গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা ভূপেন্দ্র প্যাটেল

গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন বিজেপির জ্যেষ্ঠ নেতা ভূপেন্দ্র প্যাটেল। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে জানা যায়, সোমবার (১৩ সেপ্টেম্বর) তিনি শপথগ্রহন করবেন।

প্রতিবেদনে জানা যায়,রবিবার বিজেপির কেন্দ্রীয় নেতাদের বৈঠকে তাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বিজেপির দলীয় একটি সূত্র জানিয়েছে, প্রার্থী হিসেবে প্যাটেল প্রাথমিক তালিকায় না থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পছন্দের কারণেই তাকে এ পদে দায়িত্ব দেয়া হয়েছে।

২০২২ সালের শেষদিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রাজ্যটির বিধানসভা নির্বাচন। তার এক বছর আগেই পদত্যাগ করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী।

সদ্যনিযুক্ত মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ২০১৭ সালে গুজরাটের একটি আসন থেকে প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হন। উল্লেখ্য, গুজরাট ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এলাকা। এছাড়াও বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে মনে করা হয় এই রাজ্যটিকে।

বিজেপি নেতাদের মতে, ‘নতুন মুখ’ ভূপেন্দ্রকে মুখ্যমন্ত্রীর পদে বসানো থেকে স্পষ্ট, ২০২২ সালেও নরেন্দ্র মোদীকে সামনে রেখেই দল গুজরাতের ভোটে লড়বে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ২০২২ সালে মোদী-শাহের নিজের রাজ্য গুজরাতে বিজেপি হেরে গেলে, সারা দেশে নেতিবাচক বার্তা যাবে। তাই আগেই রাজ্য রাজনীতির নিয়ন্ত্রণ হাতে তুলে নিলেন মোদী। শনিবার আচমকা রূপাণী মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। তার সরকারের বিরুদ্ধে কোভিড মোকাবিলায় ব্যর্থতা ও প্রশাসনিক ঢিলেমির অভিযোগ উঠছিল। বিজেপি নেতারা মনে করছেন, তিনি কেন্দ্রীয় নেতৃত্বের (মূলত মোদী-শাহ) প্রত্যাশা পূরণ করতে পারেননি। তার মৃদুভাষী স্বভাবও রূপাণীর বিরুদ্ধে গিয়েছে।

মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে যে সব নাম নিয়ে জল্পনা চলছিল, তার মধ্যে ভূপেন্দ্র ছিলেন না। কারণ, তিনি দীর্ঘদিন আমদাবাদ পুরসভার কাউন্সিলর ও আমদাবাদ নগরোন্নয়ন সংস্থার চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। রাজ্যের মন্ত্রী ছিলেন না। প্রথম বারের বিধায়ক। ফলে রাজ্য প্রশাসনে কাজের অভিজ্ঞতা নেই।

 

কিন্তু রবিবার কার্যত সকলকে চমকে দিয়ে ভূপেন্দ্রর নাম ঘোষণার পরে বিজেপির মধ্যেও প্রশ্ন, তিনি কি ১৫ মাসে গুজরাত সরকারের কাজে গতি আনতে পারবেন?

সূত্র: আনন্দবাজার।

Link copied!