চীনের হাওয়াই নামে পরিচিত সানিয়া শহরে ৮০ হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন। সম্প্রতি সেখানে করোনা সংক্রমণ বেড়ে গেছে। ফলে সেখানে কঠোর লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ।
বিবিসি জানায়, একদিনে ২৬৩ জনের কোভিড পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসার পরদিন শনিবার কর্তৃপক্ষ সানিয়া থেকে সব ফ্লাইট এবং ট্রেন চলাচল বাতিল করেছে।
সানিয়া শহরে ১০ লাখের বেশি মানুষের বসবাস সেখানে রবিবার নতুন করে ৪৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণকারীদেরকে এখন সানিয়া ছাড়ার অনুমতি পেতে হলে ৭ দিন ধরে পাঁচটি পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে।
এদিকে যতদিন বিধিনিষেধ শিথিল না হবে ততদিন পর্যটকদের জন্য ৫০ শতাংশ ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা দিয়েছে শহরের হোটেলগুলো। স্থানীয় সময় শনিবার এক সংবাদ সম্মেলনে স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।