জেলেনস্কির সাথে দেখা করতে হঠাৎ কিয়েভে উপস্থিত জো বাইডেন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৫:০৫ পিএম

জেলেনস্কির সাথে দেখা করতে হঠাৎ কিয়েভে উপস্থিত জো বাইডেন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশেষ এই সফরে ইউক্রেনে দূরপাল্লার অস্ত্র সরবরাহের বিষয়ে জেলেনস্কির সাথে আলোচনা করেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) উচ্চ-নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আকস্মিক এই সফর করেছেন তিনি। 

বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনের প্রতিবেশি দেশ পোল্যান্ড সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুজার সাথে সাক্ষাতের পর হঠাৎই ইউক্রেনে সফর করলেন জো বাইডেন।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, আইনশৃঙ্খলাবাহিনী কিয়েভের আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কয়েক ঘণ্টা পর রাজধানীতে পৌঁছান জো বাইডেন। সেখানে পৌঁছানোর পরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেন তিনি।

এদিকে জেলেনস্কি টেলিগ্রামে জো বাইডেনের সাথে সাক্ষাতের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাঁকে মার্কিন প্রেসিডেন্টের সাথে হস্তমর্দন করতে দেখা যায়।

আসছে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার এক বছর পূর্তি। এ নিয়ে রাশিয়া নতুন উদ্যমে দেশটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় মার্কিন প্রেসিডেন্টের ইউক্রেন সফর যুদ্ধের রাজনীতিতে নাড়িয়ে দেবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

Link copied!