স্বাধীনতার ঘোষণা দিলেই তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে যাবে বলে মার্কিন যুক্তরাস্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী উই ফেংয়ে।
চীনের সরকারি কর্মকর্তারা বলেছেন, শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে প্রথমবার মুখোমুখি আলাপে চীনা প্রতিরক্ষামন্ত্রী এ হুঁশিয়ারি দেন।
ভারতের এনডিটিভির খবরে বলা হয়, সিঙ্গাপুরে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে উই ফেংয়ে স্পষ্ট করে স্পষ্টভাবে বলেন, যদি কেউ তাইওয়ানকে চীন থেকে আলাদা হওয়ার সাহস দেখায়, তাহলে চীনের সামরিক বাহিনী যুদ্ধ শুরু করতে দ্বিধা করবে না। যুদ্ধের মূল্য যাইহোক না কেন, চীন বিচলিত হবে না।”
‘তাইওয়ান চীনের... তাইওয়ানকে ব্যবহার করে চীনকে বেকায়দায় ফেলার চক্রান্ত কখনোই সফল হবে না’ উল্লেখ করে চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, “তাইওয়ানের স্বাধীনতা অর্জনের যেকোনো চক্রান্তকে নস্যাৎ করে দেবে বেইজিং এবং মাতৃভূমির একত্রীকরণে দৃঢ়ভাবে কাজ করবে।”এসময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, বেইজিংকে অবশ্যই তাইওয়ানের প্রতি অস্থিতিশীল পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে।
প্রসঙ্গত, তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে চীন। দেশটির সামরিক বাহিনী গত দুই বছর ধরে দ্বীপরাষ্ট্রটির আকাশ প্রতিরক্ষা জোনে লাগাতার যুদ্ধবিমান বহর পাঠাচ্ছে। চীনের সামরিক বাহিনীর এসব অভিযানকে আগ্রাসন হিসেবে অভিহিত করে তাইওয়ানের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করে আসছে ওয়াশিংটন।