ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০১:১৩ এএম
তুরষ্কের মধ্যাঞ্চলীয় বেশ কয়েকটি প্রদেশে ও পাশের দেশ সিরিয়ার আলেপ্পোসহ বেশ কয়েকটি শহরে শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। এ সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (ইউএসজিএস) ।
তুরষ্ক ও সিরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা ও মার্কিন গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, দেশটিতে ১ হাজার ৬৫১ জন মারা গেছেন বলে তুরষ্কের উপরাষ্ট্রপতি ফুয়াত ওকতায় জানিয়েছেন।
অন্যদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটিতে এপর্যন্ত এক হাজার ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে প্রথম দফায় আঘাত হানে ভূমিকম্প। এর ১১ মিনিট পর তুরষ্কের কেন্দ্রীয় অঞ্চলের একটি এলাকায় অঅরও একটি কম্পন অনুভূত হয়। এ দায় মাত্রা ছিল ৬ দশমিক ৭।