ত্রিপুরায় রথের চূড়া স্পর্শ করল বিদ্যুতের তারে, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৮, ২০২৩, ১০:৩৬ পিএম

ত্রিপুরায় রথের চূড়া স্পর্শ করল বিদ্যুতের তারে, নিহত ৬

মর্মান্তিক ঘটনা ঘটে গেল ভারতের ত্রিপুরা রাজ্যে রথ টানার সময়। রথযাত্রার সময় রথের চূড়া রাস্তার উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার স্পর্শ করলে রথে আগুন ধরে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ছয় জন নিহত এবং আরো অন্তত ১৫ জন দগ্ধ হয়েছেন।

ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাটে বুধবার বিকাল নাগাদ ঘটে এই এই দুর্ঘটনা  ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে। উল্টোরথ উপলক্ষ্যে এদিন অসংখ্য মানুষ কুমারঘাটে জড়ো হয়েছিলেন। হাজারেরও বেশি মানুষ লোহা দিয়ে তৈরি ওই রথের দড়ি ধরে টানছিলেন।

যে রাস্তা দিয়ে রথ চলছিল সেটির উপরেই ১৩৩ কিলোভোল্টের (কেভি) বৈদ্যুতিক তার ঝুলে ছিল। হঠাৎ করেই রথের চূড়া ওই তার স্পর্শ করে। এরপরই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ওই দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ‍মানিক সাহা। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।

ত্রিপুরার এআইজি জ্যোতিষ্মান দাস চৌধুরী সংবাদ সংস্থা পিটিআই কে বলেন, ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। দগ্ধ ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Link copied!